ও বউ বউ কোথায় তুমি
![]() |
- কী হয়েছে আমার বাবু টার সকাল সকাল এতো
ডাকা ডাকি করছে কেনো ?
.
- আগে কাছে আসো তারপর বলছি বলে হাত
ধরে দিলাম একটান আর ও আমার বুকে এসে
পড়লো
.
- এই কী করছো ছাড়ো আমাকে সারা রাত দুষ্টুমি
করে ও হয়নি এখন আবার শুরু করছো ছাড়ো
আমাকে আমার অনেক কাজ আছে
.
- আগে একটা দাও তারপর ছাড়বো
.
- না এখন হবে না পরে দিবো
.
- না আমার এখন লাগবে
.
- আচ্ছা দিচ্ছি চোখ বন্ধ করো
.
- হুম
.
- হঠাৎ কে জানি পানি ঢেলে দিলো আর আমি লাফ
দিয়ে উঠলাম উঠে দেখি আম্মু পানির জগ হাতে
নিয়ে আমার দিকে তাকিয়ে আছে
-আম্মু তুমি এটা কী করলে কতো সুন্দর একটা
দেখছিলাম আর তুমি আমার সপ্নে পানি ঢেলে
দিলে
-তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোকে
এখন ঝাড়ু পেটা করবো
-কেনো আমি আবার কী করলাম
-কয়টা বাজে তোর খেয়াল আছে তোর যে
ট্রেন স্টেশনে যাওয়ার কথা তোর মনে
আছে
-ও আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এখনি যাচ্ছি
- তাড়াতাড়ি যা এতো খনে ট্রেন চলে আসছে
মেয়েটা কতো দিন পর আমাদের বাড়িতে
আসছে
-আম্মু পাঁচ মিনিট
আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা না করে চলে
আসলাম স্টেশনে এসে দেখি ট্রেন চলে
আসছে কিন্তু মেয়েটা কে তো পাচ্ছি না
১০মিনিট খুঁজেও বের করতে পারলাম না কোথায়
গেলো ট্রেন আসছে তো নাকি কে জানে
দেখি কেউ বলতে পারে কী না
-মামা যশোরে ট্রেন কী চলে আসছে
-না মামা এখনো আসে নাই
-যাক তাহলে বাচা গেলো যায় কোথাও বসি
ওও Sorry আপনাদের তো আমার পরিচয় দেওয়া
হয়নি আমি রাসেল বাবা মায়ের দুই মাত্র সন্তান বড়
ভাই একটা ছোট খাটো ব্যাবস্থা করে আর আমি
টো টো কোম্পানির ম্যানেজার বুঝলেন না
তো আসলে আমি বর্তমানে কিছু করি না SSC
পরিক্ষা দিয়ে বসে আছি এখন শুধু রেজাল্ট পাওয়ার
অপেক্ষা আর আমি যাকে নিতে আসছি সে
হলো আমার ক্রাশ নাম জান্নাত আম্মুর বান্ধবীর
মেয়ে যাক আপনাদের সাথে কথা বলতে
বলতে ট্রেন চলে আসছে ওই তো জান্নাত
-হাই জান্নাত কেমন আছো
-ভালো ভাইয়া আপনি কেমন আছেন
-ভালো না
-কেনো ভাইয়া কী হয়েছে আপনার
-কী আর হবে তোমার মতো সুন্দরী
মেয়ে যদি কাউকে ভাইয়া বলে তাহলে সে
কী ভালো থাকতে পারে
-যা ভাইয়া আপনি ও না একটা দুষ্টু
-হা হা হয়েছে বাকি কথা বাসায় গিয়ে হবে আম্মু
তোমার জন্য বসে আছে তাড়াতাড়ি চলো
-হুম চলেন
তারপর দুজনে একটা রিকশা নিয়ে চলে আসলাম
বাসায় কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল
মনে হয় দরজার পাশেই ছিল আম্মু তো
জান্নাতকে দেখে খুব খুশি
-রাসেল ব্যাগ গুলো ভিতরে নিয়ে আয়
-কে আমি আবাক হয়ে বললাম
-তা ছাড়া কে নিয়ে আসবে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে
জান্নাতের রুমে দিয়ে আই যা
কী আর করা বাধ্য হয়ে দিয়ে আসতে হলো
তারপর নাস্তা করে আমি আমার রুমে চলে আসলাম
এসে এক ঘুম দিলাম ঘুম ভাঙল জান্নাতের ডাকে
ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া করে
জান্নাতের সাথে গল্প করতে বসলাম
- আচ্ছা জান্নাত তুমি আমাকে সব সময় আপনি আপনি
করে বলো কেনো আমি আর তুমি তো
সমবয়সী
- আপনি ভুল জানেন আপনি আমার ১মাস ২২দিনের
বড় বুঝছেন
- মাত্র ১মাস ২২দিনের বড় বলে তুমি আমাকে
আপনি করে বলো
- এটাকে মাত্র বলছেন জানেন ১মাস২২দিনে কয়
ঘন্টা হয়
-না তো হিসেব করতে হবে
-থাক তার আর দরকার নেই আমি বলছি ১২৪৮ঘন্টা
আপনার কাছে মাত্র মনে হয়
-না মানে যায় হোক বয়সের কথা নাই বাদ দিলাম
কিন্তু বন্ধু ভেবে তো তুমি করে বলতে
পারো
-আমি পারবো না তুমি করে বলতে আমার কেমন
কেমন লাগে
-না তোমার সাথে আমি কথায় পারবো না থাকো
তুমি আমি বাইরে থেকে ঘুরে আসি
-আমিও যাবো আপনার সাথে আমি একা একা বাসায়
কী করবো
-আচ্ছা চলেন তাড়াতাড়ি রেডি হয়ে আসেন
-হুম আসছি ৫মিনিট অপেক্ষা করেন
-হুম তাড়াতাড়ি আবার আটা ময়দা নিয়ে বসলে কিন্তু
নিয়ে যাবো না
-শুনেন আমি মোটেও ওই সব মাখি না ওকে
-হুম জানি জানি
জান্নাত আর কিছু না বলে চলে গেল ৫মিনিট পর
মহারানি আসলেন আমি তো জান্নাতের দিকে
তাকিয়ে এক গাদা ক্রাশ খেয়ে ফেললাম কারন
জান্নাত একটা নীল রঙের ড্রেস পড়ছে
চলবে

0 Comments