মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022

মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022

 মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022

মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022
মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 2022





মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
BKash account A to Z.
বিকাশ একাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে, 
বিকাশ অ্যাপটা ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। বিকাশ অ্যাপ
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।



বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করার পর ওপেন করুন।
 
বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার কাছে
তিনবার পারমিশন চাইবে, আপনি ALLOW তে ক্লিক করুন।


বিকাশ অ্যাপটা ওপেন করার পর ঠিক এরকম একটা
ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে লগইন/
রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন।

তারপর মোবাইল নাম্বারের এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করুন।
 আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে এই বিকাশ একাউন্টি খুলতে চান?
 মোবাইল নাম্বারটি ওঠানোর পর নিচ থেকে
পরবর্তী তে ক্লিক করুন।

তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। 
এখানে আপনাকে আপনার মোবাইল অপারেটর টা চয়েজ করতে হবে। 
আপনি যেই মোবাইল অপারেটরের সিমটি ব্যবহার করে এই
বিকাশ একাউন্টটি খুলতে চান, সেই অপারেটরটি
চয়েজ করুন।
এখন আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। 
ভেরিফিকেশন কোড আসার পরে Allow তে ক্লিক করুন। 
তারপর নিচ থেকে কনফার্ম করুন এখানে ক্লিক করুন।
তারপর বিকাশের শর্তাবলীর পেজটা দেখতে পারবেন।
 আপনি চাইলে এখান থেকে এই পেজটা পড়ে নিতে পারেন আর যদি না পড়েন তাতেও কোন সমস্যা নেই। তারপর নিচ থেকে নিয়ম ও শর্তসমূহে
সম্মতি আছি এখানে ক্লিক করুন।
তারপর রেজিস্ট্রেশন শুরু করুন ইন্টারফেসটা দেখতে পারবেন।
 এখানে আপনার ভোটার আইডি কার্ডের সামনের পার্ট স্ক্যান করে দিতে হবে।
 আপনার ভোটার আইডি কার্ডের সামনের পার্ট টা স্ক্যান করতে
নিচ থেকে NID এর ছবি তুলুন এখানে ক্লিক করুন।
ক্যামেরাটি পারমিশন চাইলে Allow তে ক্লিক করুন। তারপর আপনার ভোটার আইডি কার্ডের সামনের পার্ট টি স্ক্যান করে দিন। 
এখানে অবশ্যই পর্যাপ্ত আলোতে আপনার ভোটার আইডি কার্ডের সামনের
পার্টটা স্ক্যান করতে হবে। যাতে ভোটার id কার্ডের স্ক্যানটি ভালোভাবে বোঝা যায়।

ভোটার আইডি কার্ডের স্ক্যান যদি ভালোভাবে না হয়, তাহলে আবার তুলুন এখানে ক্লিক করে আবার স্ক্যান করতে পারেন। আর যদি সবকিছু ঠিকঠাক
থাকে তাহলে সাবমিট করুন এখানে ক্লিক করুন।
তারপর আপনার ভোটার আইডি কার্ডের পিছনের পার্ট টা স্ক্যান করতে হবে। 
পূর্বের নিয়ম ফলো করে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের পার্ট টা
স্ক্যান করে দিন। তারপর সাবমিট করুন এখানে ক্লিক করুন।
তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। 
এখানে আপনার ভোটার আইডি কার্ডের সকল ইনফরমেশন গুলো দেখতে পারবেন । এখানে আপনার ভোটার আইডি কার্ডের কোন ইনফরমেশন
যদি ঠিক না থাকে, তাহলে সেটা সঠিক করে দিন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে নিচের দিকে স্ক্রোল করে পরবর্তী তে ক্লিক করুন।
তারপর এখানে আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে হবে।
লিঙ্গ তে ক্লিক করে লিঙ্গটা চয়েজ করুন। আপনি যদি পুরুষের 
ভোটার আইডি কার্ড দিয়ে এই বিকাশ একাউন্ট খুলে থাকেন, 
তাহলে পুরুষ টা চয়েজ করুন আর যদি মহিলার ভোটার আইডি কার্ড দিয়ে
বিকাশ একাউন্ট খুলে থাকেন, তাহলে মহিলা টা চয়েজ করুন।

আয়ের উৎস তে ক্লিক করে, আয়ের উৎস টা চয়েজ করুন।

আনুমানিক মাসিক আয় তে ক্লিক করে, আনুমানিক মাসিক আয়টা চয়েজ করুন।

পেশাতে ক্লিক করে পেশাটা চয়েজ করুন।

এখানে লিঙ্গটা ঠিক রেখে বাকি ইনফরমেশনগুলো যাই দেন না কেন, 
তাতে কোনো সমস্যা নাই। তারপর নিচ থেকে পরবর্তী তে ক্লিক করুন।
তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। 
নিজের চেহারার ছবি তুলুন 1.আপনি যার ভোটার আইডি কার্ডটা দিয়ে এই বিকাশ
একাউন্ট খুলেছেন। তার ছবিটি তুলতে হবে, অন্যথায় ভেরিফিকেশন হবে না।

2.ছবিটি তোলার সময় চারিদিকে পর্যাপ্ত আলো
আছে এমন স্থানে ছবিটি তুলতে হবে। যাতে ছবিটি
স্পষ্টভাবে দেখা যায়।

3.ছবিটি তোলার সময় আপনার চোখের পাতা বন্ধ
করে আবার খুলতে হবে। খুব তাড়াতাড়ি অন অফ
করতে হবে। তাহলে ছবিটা খুব তাড়াতাড়ি তোলা
হবে।

ছবিটি তুলতে নিচ থেকে ছবি তুলুন এখানে ক্লিক করুন।
ছবিটি তোলার পর অনুগ্রহ করে নিশ্চিত করুন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর নিচ থেকে নিশ্চিত করুন এখানে ক্লিক করুন।
তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন।
তথ্য সাবমিট করা হয়েছে এখন আমাদের বিকাশ একাউন্টে একটি নতুন পিন সেট
করতে হবে। যেই পিনটি দিয়ে আমাদের বিকাশ একাউন্টে লগইন করতে হবে। আপনার বিকাশ একাউন্টটা খোলার পর 72 ঘন্টার ভিতরে আপনার বিকাশ একাউন্টে একটি নতুন পিন সেট করতে হবে। আপনার বিকাশ একাউন্ট টা ব্যবহার করার জন্য।
আপনার বিকাশ একাউন্টের পিনটি সেট করতে মোবাইলের ডায়াল অপশনে প্রবেশ করুন। তারপর ডায়াল করুন *247#

তারপরও ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। 1.activate mobile menu
এখান থেকে আপনাকে 1 ওঠাতে হবে। 1 ওঠানোর পর Send এ ক্লিক করুন।
তারপর এখানে দেখতে পারবেন Enter a 5 digit New Pin: এখানে আপনাকে 5 সংখ্যার যেকোনো একটি পিন দিতে হবে। আপনি যেই পিনটি এই বিকাশ একাউন্টে ব্যবহার করতে চান? 
0.এখানে আপনি যেই পিনটি সেট করবেন, সেই পিন আপনাকে মনে রাখতে হবে। 
কারণ পরবর্তীতে এই পিনটি দিয়ে আপনাকে লগইন করতে হবে বা টাকা
লেনদেন করতে হবে।

1.এখানে পাঁচটি সংখ্যা একরকম দিলে পিনটি সেট হবে না।

2. পাঁচটি সংখ্যা তিন রকমের দিতে হবে, তাহলে পিনটি সেট হবে।

উদাহরণ স্বরূপ: 12345 এইভাবে ব্যবহার করলে পিনটি সেট হবে না।

উদাহরণ: 11228 এইভাবে ব্যবহার করলে আপনার পিনটি সেট হবে।

এখানে আপনার 5 সংখ্যার পিনটি ওঠানোর পর Send এ ক্লিক করুন।
তারপর দেখতে পারবেন Confirm New Pin:আগে যেই পিনটি টাইপ করেছিলেন, সেই একই পিনটি এখানে আবার টাইপ করুন। কনফার্ম পিনটি উঠানোর পর Send এ ক্লিক করুন।
পিনটি ঠিকঠাকভাবে সেট হলে ঠিক এরকম একটা
মেসেজ দেখতে পারবেন। তারপর Ok তে ক্লিক করে পপ-আপ-টি কেটে দিন।
তারপর আবার বিকাশ অ্যাপটি ওপেন করুন। বিকাশ অ্যাপ টা ওপেন করার পর নিচে দেখতে পারবেন, নতুন পিন সেট করুন এই অপশনটা এনাবল দেখাচ্ছে না।
 এই অপশনটা এনাবল করতে বিকাশ অ্যাপটা কেটে দিয়ে আবার ওপেন করুন। 
তারপর দেখতে পারবে নতুন পিন সেট করুন এই অপশনটি এনাবল দেখাচ্ছে। 
এখান থেকে নতুন পিন সেট করুন এখানে ক্লিক করুন।
এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করুন। আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়ে এই মাত্র বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন। আপনার মোবাইল নাম্বারটা
উঠানোর পর নিচ থেকে পরবর্তী তে ক্লিক করুন।
তারপর বিকাশ পিন নাম্বারে, আপনার পিন নাম্বারটি টাইপ করুন।
 আপনি এই মাত্র আপনার বিকাশ একাউন্টের জন্য যেই পিনটি সেট করেছিলেন।
 সেই পিনটি এখানে টাইপ করুন। এখানে আপনার পিন নাম্বারটি ওঠানোর পর পরবর্তী তে এ ক্লিক করুন।
তারপর নামের প্রথম অংশে প্রথম নামটি দিন। নামের শেষের অংশে শেষের নামটি দিন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর পরবর্তী তে ক্লিক করুন।
তারপর প্রোফাইল ছবি যুক্ত করুন এখানে আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করে আপনার প্রোফাইল ছবিটি যুক্ত করতে পারেন আর যদি ছবিটি যুক্ত না করতে চান, তাহলে নিচ থেকে শুরু করুন এখানে ক্লিক করুন।
তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন।
 তার মানে আপনার বিকাশ একাউন্টটা সাকসেসফুলি ভাবে খোলা হয়ে গেছে। 
এখন আপনি যদি আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখতে
চান? তাহলে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করুন।


125 টাকা বোনাস পেতে নিচের ধাপগুলো
অনুসরণ করুন:

1. 25 টাকা করে দুইবার 50 টাকা মোবাইল রিচার্জ করলেই 50 টাকা বোনাস।

2. পরবর্তী মাসে রিচার্জ, সেন্ড মানি ও ক্যাশ আউটে ৭৫ টাকা বোনাস পাবেন।


তো আশা করি এখন থেকে আপনাদের বিকাশ একাউন্ট খুলতে কোন সমস্যা হবে না।
 যদি অ্যাপটি ভাল লাগে তাহলে অবশ্যই ফাইভস্টার দিয়ে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।

Post a Comment

0 Comments