রকেট একাউন্ট খোলার নিয়ম 2022
![]() |
| রকেট একাউন্ট খোলার নিয়ম 2022 |
রকেট একাউন্ট খোলার নিয়ম 2022
রকেট একাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে
গুগল প্লে স্টোর থেকে, রকেট অ্যাপ টা ডাউনলোড
করে ইন্সটল করে নিতে হবে।
অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করুন। পারমিশন
চাইলে Allow তে ক্লিক করুন।
তারপর আপনাকে ভাষাটা চয়েজ করতে হবে।
আপনি এখান থেকে বাংলা অথবা ইংলিশ যেকোনো
একটি চয়েজ করতে পারেন। তারপর Next এ ক্লিক
করুন।
তারপর এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ
করুন। আপনি যেই ফোন নাম্বারটি দিয়ে রকেট
অ্যাকাউন্টটি খুলতে চান। ফোন নাম্বারটি উঠানোর
পর Next এ ক্লিক করুন। পারমিশন চাইলে Allow
তে ক্লিক করুন।
তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে
পারবেন। এখানে বলতেছে, এই নাম্বারটি দিয়ে
এখনো রেজিস্ট্রেশন করা হয়নি। আপনি কি
রেজিস্ট্রেশন করতে চান? এখান থেকে Yes এ ক্লিক
করবেন।
তারপর Mobile No এ আপনার মোবাইল নাম্বারটি
দেখতে পারবেন।
Select Operator থেকে আপনার সিমের
অপারেটরটি চয়েজ করতে হবে। আপনি যেই
অপারেটরের সিমটি ব্যবহার করে এই রকেট
একাউন্ট খুলতে চান? অপারেটরটি চয়েজ করার
পর Next এ ক্লিক করুন।
Next এ ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে
একটি কল আসবে।
কলটি রিসিভ করে মোবাইলের কিপ্যাডে ক্লিক করে
আপনার ইচ্ছামতো চার ডিজিটের একটি পিন দিতে
হবে। চার ডিজিটের পিনটি দেওয়ার পর ফোনটি
অটোমেটিক কেটে যাবে।
তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে
পারবেন। Security Code এর কোডটি যদি
অটোমেটিক না ওঠে, তাহলে এসএমএস দেখে
ভেরিফিকেশন কোডটি টাইপ করুন।
Pin এ আপনার পিন নাম্বারটি টাইপ করুন। যে
পিনটি আপনি একটু আগে কলটি রিসিভ করে সেট
করেছিলেন। সেই পিনটি ওঠানোর পর, Verify
তে ক্লিক করুন। পারমিশন চাইলে Allow তে ক্লিক
করুন।
এখানে আবার সেই পিনটি টাইপ করুন। তারপর
LOG IN এ ক্লিক করুন।
রকেট একাউন্টে প্রবেশ করার পর, ঠিক এরকম
একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে
UPDATE YOUR KYC এ ক্লিক করুন।
তারপর এরকম Terms and Condition এর
পেজটা দেখতে পারবেন। আপনি চাইলে এই টার্মস
এন্ড কন্ডিশনটি পরে নিতে পারেন। না পড়লেও কোন
সমস্যা নেই। তারপর এখান থেকে I Agree তে ক্লিক
করুন। তারপর আবার Next এ ক্লিক করুন।
এখান দেখতে পারবেন Take NID Photo
এখানে আপনার ভোটার আইডি কার্ডের সামনের
পাঠ এবং পেছনের পাঠটা স্ক্যান করে দিতে হবে।
ক্যামেরা আইকনে ক্লিক করে ভোটার আইডি কার্ডের
সামনে পাঠ ও পিছনের পাঠটা স্ক্যান করে দিন।
ভোটার আইডি কার্ডের সামনের পাট এবং পিছনের
পার্ট স্ক্যান করার পর Next এ ক্লিক করুন। পারমিশন
চাইলে Allow তে ক্লিক করুন।
এখানে আপনার ভোটার আইডি কার্ডের সকল
ইনফরমেশন গুলো দেখতে পারবেন। এখানের কোন
ইনফরমেশন যদি আপনার ভোটার আইডি কার্ডের
সাথে না মিলে, তাহলে সেটাকে সঠিক করে দিন।
তারপর এখান থেকে Next এ ক্লিক করুন।
তারপর Others Information পেজটা দেখতে
পারবেন।
Gender থেকে Gender টা চয়েজ করুন।
Marital Status থেকে marriage চয়েজ করুন।
Religion থেকে ধর্ম টা চয়েজ করুন।
Occupation থেকে পেশাটা চয়েজ করুন।
Purpose of Transaction থেকে লেনদেনের
উদ্দেশ্য টা চয়েজ করুন।
তারপর এখান থেকে Next এ ক্লিক করুন।
তারপর দেখতে পারবেন Take Customer Photo
এখন আপনাকে একটি ছবি তুলতে হবে। আপনি
যার ভোটার আইডি কার্ড দিয়ে রকেট একাউন্ট
খুলেছেন তার ছবিটি তুলতে হবে, অন্যথায়
ভেরিফিকেশন হবে না।
1. চারিদিকে আলো আছে এমন স্থানে ছবিটি তুলতে
হবে।
2. ছবিটা তোলার সময় চোখ দুটি অন অফ করতে
হবে, তাহলে ছবিটা খুব তাড়াতাড়ি তোলা হবে।
3. তিনবার আপনাকে চোখ বন্ধ করে আবার খুলতে হবে।
4. ফ্রেমের ভিতরে আপনার ছবিটি থাকতে হবে।
ছবিটি তুলতে Next এ ক্লিক করুন।
ছবিটি তোলার পর Next এ ক্লিক করুন।
এখানে আপনার একাউন্টের পুরো পুরো বায়ো ডাটা
দেখতে পারবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে,
তাহলে Confirm এ ক্লিক করুন।
তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে
পারবেন এখান থেকে ok তে ক্লিক করুন।
আপনার রকেট একাউন্ট টা যদি ভেরিফিকেশন
হয়ে যায়, তাহলে এরকম একটি এসএমএস দেখতে
পারবেন।
এখন আপনি চাইলে এই রকেট একাউন্ট থেকে
টাকা লেনদেন করতে পারবেন।

0 Comments