মেঘলা আকাশের প্রেম কাহিনী

মেঘলা আকাশের প্রেম কাহিনী

মেঘলা আকাশের প্রেম কাহিনী


মেঘলা আকাশের প্রেম কাহিনী
মেঘলা আকাশের প্রেম কাহিনী



মেঘলা আকাশের প্রেম কাহিনী আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি।মেঘলা আকাশের প্রেম কাহিনীপড়ে দেখে আসুন এবং শেয়ার করুন।




দিনটি ছিল বর্ষাকাল।

ঘুম থেকে উঠতে দেরী হয়ে গেল।আসলেই বৃষ্টি আর লোডসেডিং মানুষকে বহু কষ্ট দেয়।কিভাবে যে এ জালা সহ্য করি।আজ ১১ টায় পরীক্ষা।

এমনিতে দেরী করে ঘুম থেকে উঠলাম তার মধ্যে বাহিরে তুমুল বৃষ্টি পড়ছে।কাল রাতেও সালার লোড সেডিং এর কারণে ভালোভাবে পড়া হয়নি।

আল্লাহ জানে আজ কপালে কি আছে।তবুও আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। রিক্সা পাচ্ছিনা।বের হয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই কোনোমত পরিক্ষা হলে ঢুকলাম।

প্রশ্ন পত্র দেখে মাথা বেথা শুরু হয়ে গেল। কোনোমত পরিক্ষা দিয়ে বাসায় পৌঁছলাম।বাসায় ঢুকতে না ঢুকতেই আম্মু FM শুরু হয়ে গেলো "'বই পত্র গুছিয়ে রাখতে পারিসনা??এত বড় হয়ে গেছিস তবুও নিজে ছেলেমানুষি করে বেড়াস।।

আমাকে কেন এত জালাস? "' ইত্যাদি ।।..কোনোমত গলা দিয়া দুটো ভাত ঢুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম ...বন্ধুগুলাও সব নিজের কাজে বিজি ..পরীক্ষাটাও তেমন ভালো হয়নি ।

মনটাও খারাপ তাই মোবাইল টা নিয়ে ছাদে চলে গেলাম...সময় তখন বিকাল ৫টা..সাভাবিকভাবে ছাদের চাবি আমাদের কাছে থাকে..

কারণ আমরা সেই বিল্ডিঙ্গের ৬ তালায় থাকতাম ..আর আমি ছাদে যেতে বেশি পছন্দ করতাম..ছাদে দাড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম ..তখন পিছন থেকে একটা ছেলে বলল

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন?

আমি পিছন ঘুরে দেখলাম প্রায় ৫.৬ ইঞ্চি লম্বা একটা ছেলে। বলাম-জি ভাই ভালো..সরি আপনাকে ঠিক চিনতে পারলামনা..

ভাই আমরা এই বাসায় নতুন ভাড়াটিয়া ..তিন তলায় থাকি..ভাই শুনলাম ছাদের চাবিটা নাকি আপনার কাছে থাকে?'.

জি ভাই আমার কাছেই থাকে'..

তা ভাই আপনার নামটা জানতে পারি?

জি আমার নাম মোঃ আকাশ.আপনার?

'ভায়া আমার নাম সজল.

কি করেন আপনি?

আমি স্টাডি করি এবার অনার্স থার্ডইয়ার।আপনি?

জি ভায়া আমি আপনার থেকে জুনিয়র।মাত্র অনার্স ফার্স্টইয়ার।

ওকে নো প্রবলেম । একই ছাদের নিচে যেহেতু থাকি তাহলেতো আমরা ভাইবন্ধু কি বলেন? ( হাসতে হাসতে আমাকে বলতেছে )

জি ভাই ঠিক বলেছেন ( আমিও হাসতে হাসতে উত্তরটা দিলাম )

ভাই পড়ালেখা কেমন চলতেছে?

ভাই সেই টেনসনই করতেছি।পরিক্ষাতো দিয়ে আসলাম আল্লাহ যানে কি হবে।

আল্লাহর রহমতে ভালোই হবে,আপনি চিন্তা করবেননা (smile) [:)]

জি ভাই দোয়া করবেন (smile) [:)]

আচ্ছা ভাই আপনার কাছে কি আরেকটি ছাদের চাবি হবে?

জি ভাই আমার কাছে দুটা আছে

একটা কি দেয়া যাবে?

জি ভাই সিউর..নিন

থেন্ক্স ব্রাদার

জি ওয়েলকাম.

আবার মনেহয় বৃষ্টি আসবে।




জি ভাই তাই মনে হচ্ছে।আবারো আকাশটা মেঘলা হয়ে গেলো।

আমাদের কথার মাঝে কে যেন পিছন থেকে হঠাৎ খুব মিষ্টি করে বলছে 'ভাইয়া তোমাকে আম্মু ডাকতেছে।তাড়াতাড়ি ঘরে চলো।

সজল ভাই বলল 'এইতো আসছিরে পাগলি তুই ঘরে যা।

তখন আমি পিছন ঘুরে তাকালাম।দেখলাম বাতাসে তার চুলগুলো দিয়ে মুখটা ঢেকে আছে । মুখটা আবছা দেখা যাচ্ছে।

তখন সে টেরিয়ে আমার দিকে তাকিয়ে চলে গেলো।

আমিও আর তাকালাম না।কিন্তু তার তাকানোর ভঙ্গিটা আমার কাছে খারাপ লাগলনা (laugh) (laugh)

আচ্ছা আকাশ ভাই আমি তাহলে এখন যাই।ঘরে একটু কাজ আছে।

জি ভাই আমিও নেমে যাবো চলেন।

(ছাদ থেকে নামছি আর কথা বলছি)

আকাশ ভাই আপনারা কয় তালায় থাকেন?

ভাই আমরা ৬ তলায় থাকি

ও আচ্ছা।আপনার ফোন নাম্বারটা দিন ছাদে গেলে ফোন দিয়েন

ওকে ভায়া ।ভায়া আপনি আমাকে তুমি করে বলতে পারেন

ওকে ভাই ।

আচ্ছা ভাই যাই ' আল্লাহ হাফেজ '

আল্লাহ হাফেজ

পরের দিন ঘুম থেকে উঠলাম খুব তাড়াতাড়ি।ব্রাশ করতে করতে ছাদে যাবার জন্য সিরি দিয়ে উঠে দেখি ছাদের গেটটা খোলা।আমি একটু অবাক। মনে মনে ভাবছি 'এত সকালে ছাদে কে আসলো ?'ছাদের দরজা দিয়ে ঢুকে দেখি সেই মেয়েকে দেখা যাচ্ছে।যে মেয়েটি গতকাল সজল ভাই কে ডাক দিতে আসছিল । মেয়েটি গোলাপফুল গাছটায় পানি দিচ্ছে।আমি একটু জোরে সরেই বললাম ' এইযে শুনুন আপনি।এখানে কি করছেন?'

কি করছি মানে?দেখছেননা কি করছি?চোখে পানি দিয়ে এসে ভালো দেখেন আমি কি করছি।

জি ওইটা আমার গোলাপ গাছ।আমি লাগিয়েছি ।

বাহ বাহ।লাগিয়েছেন ভালো কথা কিন্তু যত্ন নেবারতো কোনো খবরই নাই।দেখেনতো গাছের পাতাগুলা কেমন শুকিয়ে গিয়েছিল।আমি এখন গাছে পানি দেওয়াতে গাছ কেমন সুন্দর লাগছে

আমি হেসে হেসে বললাম - মেডাম এই বর্ষায় যে বৃষ্টি আসে এতে আবার গাছে পানি দেয়া লাগে?

না মানে

ওকে ইটস ওকে

গোলাপ আপনার কাছে ভালো লাগে?

ভালো লাগে মানে?অনেক ভালো লাগে।

আচ্ছা আপনি সজল ভাইয়ের কি হন?

সজল আমার বড় ভাইয়া।

ও আচ্ছা।

আমি এখন যাই। দেরি হলে আম্মু বকা দিবে।

ওকে যান তাহলে।

আজ পরিক্ষা নেই।আবার ৩দিন পর।বহু সময় হাতে আছে।তাই একটু নিশ্চিন্তএ সময় কাটাচ্ছি।সত্যি কথা বলতে আমি একটু পড়া চোর (tongueout) (tongueout) ।সময় পেলেই গান শুনি আর বন্ধুদের সাথে আড্ডা দেই।আর পরীক্ষার আগেরদিন সারাদিন সারারাত বই নিয়ে ঘুমায়।তখন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে যাই।বই খাতা ছাড়া কিচ্ছু বুঝিনা।তখন ব্রিলিয়ান্ট ছাত্ররা আমার কাছে হার মানে যায় (laugh) (laugh) ।

পর্ব-২

বিকালে ছাদের আবার গেলাম..একা একা ছাদে অনেকটা সময় দাড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম...তখনও আকাশটা অনেকটা মেঘলা ছিল..দমকা বাতাস মনটাকে ছুয়ে যাচ্ছে ...জোরে একটা নিশ্বাস নিলাম...অসম্ভব সুন্দর বাতাসের গন্ধ ...দু এক ফোটা বৃষ্টির জল শীতল করে দিচ্ছে মনটাকে ...মন চায় হারিয়ে যাই কোনো এক অজানা দেশে ...জানিনা কেন প্রকৃতিটাকে এত ভালবাসতে ইচ্ছে করে...এক একটা সময় মনে হয় এই মেঘ এই আকাশ,বৃষ্টি,শীতল ঠান্ডা দমকা হাওয়া সবই আমার আপনজন....মন চায় তাকে নিয়ে চলে যাই সেই মেঘগুলোর ওপরে আরো ওপরে যেখানে থাকব শুধু আমরা দুজন..আর অনুভব করব প্রাকৃতিক সৌন্দর্য ..

কিন্তু কাকে নিয়ে ? কার কথা ভাবছি আমি নিজেও জানিনা
এইযে শুনুন
পিছন থেকে কে যেন ডেকে উঠলো..পিছন ঘুরে তাকিয়ে দেখি সেই মেয়েটি..

Post a Comment

0 Comments