আমি তোমাকে ভুলতে পারবোনা কখনো

আমি তোমাকে ভুলতে পারবোনা কখনো

আমি তোমাকে ভুলতে পারবোনা কখনো


আমি তোমাকে ভুলতে পারবোনা কখনো
আমি তোমাকে ভুলতে পারবোনা কখনো





আমি তোমাকে ভুলতে পারবোনা কখনো- তোমাকে ভুলার কোন কায়দা নেই ,তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিতোমাকে একমুহুর্ত ভুলে থাকতে পারিনা না আমি তোমাকে সারাটা জীবন ভালবেসে যাব


তোর টানা চোখের

তেতো দৃষ্টি ,

তোর বেপরোয়াভাবে হাসির সৃষ্টি ,

তোর কালো চুলের

আন্দোলন ,আহ্ কি মিষ্টি !

ভুলবনা আমি কখনো …

যত দিন আছে প্রান …

যত দিন আছে প্রান …হাত

ধরে অমনি তা ছেড়ে দেয়া ,

পিছু না ফিরে ওভাবে চলে যাওয়া ,

আমার কাছ

থেকে নিজেকে সরিয়ে নেয়া ,

ক্ষমা করব না কোন দিন …

যত দিন আছে প্রান …

যত দিন আছে প্রান …

বৃষ্টিতে তোর উদ্দাম নৃত্যকে , কথায় কথায় তোর অকারন

অভিমানকে ,

দুষ্টুমি ভরা তোর শব্দকে ,

ভালবেসে যাব আমি …

যত দিন আছে প্রান … যত দিন

আছে প্রান …

তোর

দেয়া কসম ,মিথ্যা কথাকে ,

তোর দেখানো কপট ঐ

স্বপ্নকে ,

তোর নির্দয় ঐ বদ দোয়াকে ,

ঘনা করে যাব আমি … যত দিন আছে প্রান …

যত দিন আছে প্রান …



Post a Comment

0 Comments