কিছু আবেগপ্রবন ভালবাসার গল্প
আমার নিজের দেখা একটা চরম সত্ত এবং বাস্তব প্রেমের গল্প। একটু কষ্ট হলেও পরে দেখুন আশা করি ভাল লাগবে।ছেলেটার নাম ছিল রুবেল এবং মেয়েটার নাম হেনা। কিছু আবেগপ্রবন ভালবাসার গল্প
তারা একই সাথে একাদশ শ্রেনীতে পড়তাে একই কলেজে।
আগেই বলে রাখা ভাল ছেলেটার পরিবার ছিল অতি
দরিদ্র মেয়ের পরিবারের তুলনায়। তারা যখন একাদশ
শ্রেনীতে ছিল তখন তাদের মাঝে ভাল বন্ধুত্ব ছিল। কিন্তু
তারা যখন দ্বাদশ শ্রেনী উঠে
তখন তাদের মাঝে একটি মিষ্টি ভালাে লাগার সম্প্রক
গড়ে উঠে।যা পরে ভালােবাসাতে পরিনত হয়। যাক হােক,
এই ভাবে তাদের স্মপ্ৰক ভালােই চলতে থাকে। আগেই
বলেছি ছেলেটি গরীব ছিলাে মেয়ের তুলনায়।তাই ভেবে সে
ঐ মেয়েটির কেয়ার নিত অনেক।আর ভালাে বাসতাে ও
পাগলের মত।
একদিন মেয়েটি অনেক অসুস্থ হয়ে যায়।কোন ডাক্তার
এই রােগের কোন হদিছ বের করতে পারছিল না। তাতে
ছেলেটি অনেক চিন্তিত হয়ে পরে।একটা কথা ভালােবাসা
পারে না এমন কোন কাজ নেই।। ঠিক ঐ টাই ঘটেছে ঐ
মেয়ের জীবনে।।
তাদের বাড়ি পাশাপাশি থাকাই মেয়েটি ছেলেটির
অনুরােধে ছেলেটির বাসাই যাই।এবং ছেলেটি তাকে কিছু
খাবার দেয় এবং বলে এগুলাে খাও খেলে তােমার রােগ
ভালাে হয়ে যাবে। এবং কিছু দিন পর মেয়েটি ভালাে হয়ে
যায়।
যাক বাদ দেই সে কথা। এই ভাবে চলতে থাকে তাদের
প্রেম। প্রতি রাতে ফোনে কথা হত।।
যাই হােক দেখতে দেখতে তাদের ইন্টার ফাইনাল চলে
আসে।আর ঐ সময় ঘটে যায় ঐ ছেলেটির জীবনের
সবচেয়ে বড় দুঃখের ঘটনা।
মেয়েটি একদিন ফোন করে বলে তুমি আর আমার সাথে
যােগাযােগ করবে না।তাতে ছেলেটি ভীষণ ভেঙ্গে পরে।
এবং অনেক বেশি কষ্ট পাই। ছেলেটি কিছু দিন পর জানতে
পারে মেয়েটি শুধু তার কাছ থেকে সুবিধা নেয়ার জন্নে
এই মিথ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ছিল। তারপর থেকে
ছেলেটি মেয়েটিকে
আর কোন দিন কল দেয়নি। আমার কাছে ছেলেটি তার
এই প্রেমের গল্প বলে যা শুনে আমি ও কষ্ট পাই আনেক।।
সেই ছেলেটি কিছু দিন পরে ভাড়া করা বাইক একসিন্ড এ
মারা যায়।
পরে ঐ ছেলের বন্ধুদের কাছ থেকে জানতে পারি সেই
ছেলেটি ইচ্ছা কৃত ভাবে মারা যায়। মােরাল:~ ভালােবেসে
যার হাত টা ধরবেন, সে যেনাে কোন দিন আন্ন কারাে হাত
খােজেঁ।
0 Comments